Keyword Research Tutorial In Bangla - আপনি
কি keyword
research শুরু করার কথা ভাবছেন ।এখানে এই Keyword Research Tutorial এ
আপনি জানতে পারবেন কিভাবে সহজে কিওয়ার্ড রিসার্চ করবেন । সঠিক নিয়ম গুলো এখানে আলোকপাত করার চেষ্টা করব ।
এ আর্টিকেলটি পড়ার পর আপনি আপনার ওয়েবসাইটের জন্য ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন ।এই টিউটোরিয়ালে আপনি আরো জানতে পারবেন google adwords keyword tool সম্বন্ধে সাথে থাকছে কিছু bangla seo tutorial সুপার বাংলা টিপস ।
এ আর্টিকেলটি পড়ার পর আপনি আপনার ওয়েবসাইটের জন্য ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন ।এই টিউটোরিয়ালে আপনি আরো জানতে পারবেন google adwords keyword tool সম্বন্ধে সাথে থাকছে কিছু bangla seo tutorial সুপার বাংলা টিপস ।
তবে আর দেরি না করে শুরু করা যাক ...।
Keyword Research Tutorial In Bangla -
কিওয়ার্ড কি
সাধারণত কিওয়ার্ড বলতে যে
ওয়ার্ড ফ্রেস
গুলো দিয়ে গুগোল সার্চ ইঞ্জিনে সার্চ করে সাধারণত তাদেরকে কিওয়ার্ড বলা হয় ।একটি
ওয়েবসাইটের প্রমোশনের জন্য বা ব্যবসায়ীক প্রচারের জন্য কিওয়ার্ড অনেক বড় ভূমিকা পালন করে থাকে।
যেহেতু পৃথিবীতে অনেক
গুলো প্রায় বিলিয়নের উপর ওয়েবসাইট আছে এবং তার সাথে ইন্টারনেট ব্যবহারকারী ও অনেক আছে। কিন্তু এতগুলো ওয়েবসাইটের মাঝে আপনারটা খুজে নেয়া কত কঠিন তা বুঝতেই পারছেন ।
তাই ইন্টারনেট ব্যবহারকারীর পক্ষে কখনোই আপনার ওয়েবসাইটের ঠিকানা আলাদাভাবে জানা সম্ভব হবে না। যার
কারণেই কিওয়ার্ড
রিসার্চ এর ভূমিকার কথা উঠে আসে ।কোন প্রতিষ্ঠানের
ওয়েবসাইটকে তার নির্দিষ্ট ভিজিটরের কাছে পৌঁছে দিয়ে আপনার ওয়েবসাইটের জন্য ভিজিটর এনে দেয়াই কিওয়ারড
রিসার্চের কাজ।ভিজিটররা যা খুজছে ওয়ার্ডটি
যদি আপনার ওয়েবসাইটে বর্তমান থাকে তবে ট্রাফিক বা ভিজিটর আপনার ওয়েবসাইটে ধুকবেই।
সুতরাং সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারলে ওয়েবসাইটকে খুব সহজে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে রাঙ্ক করে সেখান
থেকে অনেক ভিজিটর পাওয়া সম্ভব।আর এতে আপনার অ্যাডের পিছনে কোন খরচ ও করতে হচ্ছে না।তাই
এটি অনেক সাশ্রয়ী পদ্ধতি ও বটে ।
Keyword Research Tutorial
Keyword Research Tutorial
কিওয়ার্ড রিসার্চ কেন প্রয়োজন হয়
সার্চ
ইঞ্জিন অপ্টিমাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কিওয়ার্ড রিসার্চকে ধরা হয় ।এখানে অনেক কারন
আছে যে সব কারনে কিওয়ার্ড রিসার্চ প্রয়োজন ।
১।
একটি ওয়েবসাইটের কিভাবে রাঙ্ক করবে বা কত সময়ের মধ্যে গুগলে রাঙ্ক করবে তা ৯০% কিওয়ার্ড রিসার্চের উপর নির্ভর
করে ।
২।যেহেতু
একজন ভিজিটর শুধু মাত্র কিওয়ার্ড ব্যবহার করেই সার্চ করে ।সুতারাং কিওয়ার্ড না পেলে আপনার
ওয়েবসাইটে কোন ভিজিটর আসবেনা ।কারন আপনার ওয়েবসাইট তো সে দেখেইনি ।আর আপনার ওয়েবসাইটটি ইন্ডেক্সিং হয়েছে কিনা
তা বুঝতে পারবেননা ।তাই কিওয়ার্ড
রিসার্চ মাস্ট নিডেড ।
৩।ওয়েবসাইট
কত সহজে রাঙ্ক করবে কোন অবস্থানে থাকবে সব কিছুই কিওয়ারদের রাঙ্কের উপর নির্ভর
করে।রাঙ্কিং কিওয়ারড আপনার ওয়েবসাইটে থাকলে রাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেরে যায়
।তবে সে ক্ষেত্রে কম্পিটিটর এনালাইসিস জরুরি।
সুতারাং
বলা যায় কোন ওয়েবসাইট এর জন্য সফল এস ই ও
করতে ভাল কিওয়ারড রিসার্চ করা দরকার।
রাঙ্কিং
কিওয়ারড সিলেকশন করতে পারলে তা থেকে আপনি আপনার রিলেটেড কিওয়ারড গুলো ও সহজে পেয়ে
জাবেন।জা আপনার ওয়েবসাইট কে রাঙ্ক করতে অনেক কাজে লাগবে।
Keyword Research Tutorial In Bangla -কিভাবে সহজে কিওয়ার্ড রিসার্চ করবেন
আগেই
বলেছি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারলেই আপনার
ওয়েবসাইটের সফলতা নিশ্চিত ।তাই আসুন জানি কিওয়ারড রিসার্চের সঠিক নিয়মগুলো-
কিওয়ার্ড রিসার্চ টুলের ব্যবহার
সঠিকভাবে কিওয়ার্ড
রিসার্চ করার জন্য পৃথিবীতে অনেক ভালো ভালো টিপস আছে টুলস আছে তার মধ্যে কিছু আছে
ফ্রি আর কিছু আছে পেইড টুলস। তবে
যেহেতু আমরা টিউটোরিয়াল
টি শুধু মাত্র নতুনদের জন্য তৈরি করছি তাই আপনাদের কথা ভেবে আমি এখানে কিছু ফ্রি
টুল নিয়ে আলোচনা করব যা পেইড টুলস থেকে কোন অংশে কম নয়।
Google Adword Keyword planner
গুগলএডওয়ার্ড কিওয়ারড প্লানার পৃথিবীর
অয়েবমাস্টারদের জন্য একটি বেস্ট ফ্রি টুলস।গুগল এডওয়ার্ড কিওয়ারড প্লানার দিয়ে আপনি
খুব সহজেই আপনার ওয়েবসাইটের জন্যে কাঙ্ক্ষিত কিবোর্ড কিওয়ার্ড পেতে পারেন।সাথে আপনার রিলেটেড কিওয়ার্ড গুলোর আইডিয়া পাবেন।
Keyword everywhere
এটি
গুগল ক্রোমের একটি এক্সটেনশন যা দিয়ে আপনি
খুব সহজেই আপনার কিওয়ারড এবং তার সার্চ ভলিউম কত ,প্রতি ক্লিকে গুগল আপনাকে কত
দিবে , সব আইডিয়া পেয়ে যাবেন ।।আমি
ব্যক্তিগতভাবে টুলসটি
ব্যবহার করে দেখেছি এবং আমার মনে হয় টুলসটি যথেষ্ট
ভালো।
আপনারা খুব সহজে আপনাদের
কিওয়ার্ড সহ সার্চ ভলিউম, সিপিসি ইত্যাদি জানতে পারবেন আর ফ্রী হিসাবে এটি খুব ভালো একটি হ্যান্ড টুলস। আমি পরে এই টুলস গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ।তাই কমেন্ট বক্সে বেশী কমেন্ট
করুন এর আপনাদের কোন টিউটরিয়াল দরকার তা লিখুন ।আমি যত দ্রুত সম্ভব আপনাদের
পোস্টটি আপডেট করে দিবো।
Ubber suggest keyword tools
পৃথিবীর বিখ্যাত
ইন্টারনেট মার্কেটার নেইল প্যাটেলের উবার সাজেস্ট পৃথিবীর একটি অন্যতম ফ্রী কীওয়ার্ড রিসার্চ টুলস ।এইটি দিয়েও আপনি আপনার কিওয়ার্ড রিসারচের
কাজ সহজে করতে পারবেন ।এটা অনেক ইউজার ফ্রেন্ডলি টুলস। পরে আমি প্রত্যেকটি টুলস নিয়ে আলাদাভাবে টিউটোরিয়াল দিব।আপনারা কমেন্ট করলে আমাদেরে
সুবিধা হয় ।
কিভাবে
সহজে কী-ওয়ার্ড রিসার্চ করবেন
সার্চ ভলিউম কত হবে
কোন কী-ওয়ার্ড রিসার্চ করার
আগে কি-ওয়ার্ডটির সার্চ ভলিউম মাসে কত তা জেনে রাখা খুব
দরকার ।কারন আপনি কোন কি-ওয়ারড রিসার্চ করে এমন
কোন কিওয়ার্ড যদি নির্বাচন করেন যার সার্চ মাসে খুব কম তাহলে সে কি-ওয়ার্ড নিয়ে আপনি কিভাবে সফল হবেন ।
তাই আপনাকে অবশ্যই যে কি-ওয়ার্ড
গুলির সার্চ ভলিউম অনেক বেশি সেই সার্চ ভলিউম কী-ওয়ার্ড গুলোকে নির্বাচন করতে হবে সে ক্ষেত্রে আপনি অবশ্যই ১৫০০০ থেকে ২০০০ কিংবা ৫০০০ এর মধ্যে
সার্চ ভলিউম কী-ওয়ার্ড গুলোকে নির্বাচন করতে পারেন।তবে সে ক্ষেত্রে খেয়াল রাখতে
হবে যে যদি আমাদের কি-ওয়ার্ডটির মাসে সার্চ ভলিউম
অনেক বেশি হয়ে যায় সে ক্ষেত্রে ঐ কি -ওয়ার্ডটি
নিয়ে কাজ করা একটু কঠিন।
লো
কম্পিটিশন কী-ওয়ার্ড নির্বাচন
যেহেতু
একটি কী-ওয়ার্ড এ অনেক বেশী সার্চ থাকতে
পারে ।এর হাই ভলিউম কী-ওয়ার্ড গুলো বড় ওয়েবসাইট গুলো ব্যবহার করে থাকে ।তাই সেখানে আপনার
জায়গা হবেনা ।আপনাকে অবশ্যই লো-কম্পিটিশন কী-ওয়ার্ড সিলেকশন করতে হবে যার সার্চ
ভলিউম ভাল ।
রিলেটেড কী-ওয়ার্ড নির্বাচন করুন
লো কম্পিটিশন কি-ওয়ার্ড
নির্বাচন করার পর ও অনেক সময় কী-ওয়ার্ড রাঙ্কিং
এ ঝামেলা হতে পারে ।তাই গুগলে সার্চ দেয়ার পর নিচে যেসব রিলেটেড কী-ওয়ার্ড
নিচে দেখায় সেখান
থেকে কী-ওয়ার্ড
নিলে সফলতার পরিমান ৯৯% ।কারন ভিজিটর সবসময় একটি কী-ওয়ার্ড এর সাথে বড় কোন কী-ওয়ার্ড যোগ করেই সার্চ দেয় ।যেমন ধরুন কেউ বাংলাদেশের রেস্টুরেন্টের লিস্ট খুজছেন ।ভিজিটর কখনই শুধু
রেস্টুরেন্ট লিখে সার্চ দেবেনা সে দিবে হয়ত "bangledeshi restaurant in dhaka". তাই রিলেটেড কী-ওয়ার্ড নির্বাচন করা মানে নিজের
ওয়েবসাইটিকে বেস্ট কী-ওয়ার্ড দ্বারা সাজানো ।
শেষকথা
আশা
করি এই আর্টিকেলটির মাধ্যমে কী-ওয়ার্ড রিসার্চের সহজ নিয়ম সমন্ধে অবহিত হয়েছেন ।আসলে কী-ওয়ার্ড রিসার্চ খুব কঠিন কাজ না
।কিন্তু একটু বুঝে শুনে ভাল কী-ওয়ার্ড নির্বাচন আপনার ওয়েবসাইটটির
রাঙ্কিং এ অনেক সহায়তা করবে ।তাছাড়া আমি আপনাদের ধারাবাহিকভাবেই টিউটোরিয়াল গুলো
দিতে থাকব ।প্রতিটি আর্টিকেল পড়ার অনুরোধ রইল ।এতো কিছুর পরেও ভুল হওয়া অস্বাভাবিক
না।ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার
আর্টিকেল গুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার
করার আনুরোধ করছি যেন তারা ও উপকৃত হয় ।পরবর্তী আর্টিকেল পাওয়ার অপেক্ষা করার
আনুরোধ করলাম ।
সবাই ভাল থাকবেন ।
সবাই ভাল থাকবেন ।