Earn money blogging From Bangladesh এই আর্টিকেলটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ।দিনের
দিন ওয়েব সাইটের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে বাড়ছে লেখালেখির ক্ষেত্র ।তার সাথে তৈরি হচ্ছে ব্লগিং এর জনপ্রিয়তা। তাই আজকে Earn money blogging নিয়ে আর্টিকেল তৈরি করলাম।
Earn money blogging From Bangladesh
আপনারা যারা একদম নতুন তাদের এই আর্টিকেলটি অনেক কাজে দেবে। তাই একটু সময় ধরে সবাইকে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়া পড়ার অনুরোধ করছি।যেহেতু ব্লগিং মানুষের জীবন পরিবর্তন করার মত একটা বিষয় বস্তু, তাই আমি এ বিষয়টি নিয়ে লেখার প্রয়োজনীয়তা অনুভব করলাম। ।আপনারা যারা ব্লগিং নিয়ে কাজ করতে চাচ্ছেন।
কিন্তু কিভাবে শুরু করবেন তা বুঝতে পারছেন না তাদের জন্য এই আর্টিকেলটি একটি সহায়ক আর্টিকেল হিসেবে পরিগণিত হবে।
আমি নিশ্চিত আর্টিকেলটি পুঙ্খানুপুঙ্খ রূপে আপনারা যদি পড়তে পারেন তাহলে কিভাবে ব্লগিং করবেন তার সফল গাইডলাইন আপনারা পুরোপুরি আজকে পেয়ে যাবেন।
তবে চলুন গিয়ে আজকে জানি যে কিভাবে সফল ভাবে ব্লগিং করতে হবে ।এটি ব্লগিং সম্মন্ধে বেসিক জানার একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল ।তাই আর্টিকেলটি কোন ভাবে কোন অংশ যেন বাদ না পড়ে সেদিকে বিশেষভাবে খেয়াল করবেন।
Earn money blogging From Bangladesh in Brief
ব্লগিং কি
ব্লগিং হলো কোন বিষয় বস্তুর উপর লেখালেখি করা অর্থাৎ আপনার যদি কোন বিষয় বস্তুর উপর এক্সপার্ট বা দক্ষ হয়ে থাকেন তাহলে আপনারা সে বিষয়টির উপর লেখালেখি করতে পারেন ।আসলে অনলাইনে আমরা যখন কোন বিষয়বস্তু নিয়ে লেখালেখি করি তবে সেটি কে বলা হয় ব্লগিং আর যিনি লেখেন তিনি হচ্ছেন ব্লগার সেটা হতে পারে সংবাদপত্র হতে পারে আর্টিকেল হতে পারে কোন ট্রাভেল জার্নাল হতে পারে ।
মোট কথা কোন কিছু নিয়ে লেখালেখি করা। বিশেষ করে যারা অনলাইনে লেখালেখি করে তাদেরকে কনটেন্ট রাইটার বলা হয়। যা লেখেন তা হচ্ছে ব্লগ ।
ব্লগিং করতে হলে আপনাকে অবশ্যই লেখক হতে হবে তবে লেখক থেকে আপনাকে কোন বিষয়বস্তুর উপর লিখতে গেলে অবশ্যই অনেক বেশি পড়ুয়া হতে হবে ।
এর মানে হচ্ছে আপনাকে পড়তে হবে বেশি ,জানতে হবে বেশি । যখন আপনি পড়ার অভ্যাস করবেন বেশী আপনি দেখবেন অটোমেটিক আপনার মধ্যে লেখার থিম বা বিষয়বস্তু ঘোরাঘুরি করবে তখন আপনি এমনিতেই লিখতে পারবেন।
ব্লগিং বা কনটেন্ট রাইটিং কেন করবেন
ব্লগিং করার অনেক কারন আছে কারন ব্লগিং এমন একটা সেক্টর জা ভালভাবে একবার করতে পারলে আপনার আর পিছনের দিকে তাকান লাগবেনা ।সারাজীবনের জন্য আপনার ক্যারিয়ার হয়ে যাবে।তবু ও বিশেষ কিছু কারন আছে ব্লগিং করার ।আসুন জেনে নেই১।ব্লগিং এমন একটি ক্যারিয়ার যা ঘরে বসে কিংবা অফিস শেষে ও করা যায়।আপনি দিনে ১-২ ঘন্টা সময় দিয়েই ব্লগিং করতে পারবেন ।
২।আপনি যে কোন বিষয় নিয়েই লিখতে পারেন যা আপনি ভাল জানেন ।যেহেতু সারা বিশ্বেই সব বিষয়ের পাঠক রয়েছে তাই লিখতে পারলেই হচ্ছে ।
৩।যেহেতু ব্লগিং করতে অবশ্যই ওয়েবসাইট লাগবে ।তাই ওয়েবসাইটে লিখবার সাথে সাথে একটা সময় আপনার অনেক পাঠক হয়ে জাবে।তখন আপনি অনেক স্পন্সর পাবেন যারা আপনার সাইটে বিজ্ঞাপনের জন্য আপনাকে টাকা দিবে।
আর সেটা সাধারণত মাসিক হিসেবে হয়ে থাকে ।তাই ভাবুন প্রতি মাস যদি আপনি স্পন্সর পান যারা আপনার ওয়েবসাইটে তাদের সাইটের বিজ্ঞাপন দিবে তাহলে আপনার লাভ কত হবে।
৪।আপনি আপনার ওয়েবসাইটে গুগলের বিজ্ঞাপন দিয়েও প্রচুর আয় করতে পারবেন যা কল্পনার বাইরে ।তাছাড়া বিভিন্ন কোম্পানির প্রডাক্ট রিভিও দিয়ে ও আপনার আয় হবে অনেক ।তাহলে ভাবুন কেন আপনি ব্লগ লিখবেন না ।
Also Read - এস ই ও কি -Free SEO Courses in Bangla
কিভাবে ব্লগিং ক্যারিয়ার শুরু করবেন তার গাইডলাইন
কিভাবে ব্লগ লেখা শুরু করবেন বা ব্লগিং করার পূর্বে অনেকেই আসলে বিষয়টি বুঝতে পারে না ।তাই আমি আপনাদেরকে বিষয়টি একটু পরিষ্কার করে বলে দিতে চাই।কারণ আপনারা যদি বিষয়টি বুঝতে পারেন তাহলে আপনার ব্লগিং করতে গেলে আপনার সমস্যায় পড়তে হবে না কারণ বিষয়গুলো বোঝার সবচেয়ে বেশি দরকার বিশেষ করে যারা ব্লগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস।
1. বেশি বেশি জার্নাল বা বই পড়ার অভ্যাস করুন বিশেষ করে আপনি যে বিষয় নিয়ে ব্লগ করতে চাচ্ছেন কারণ বেশি বেশি পড়লেই আপনার মাথায় ক্রিয়েটিভিটি কাজ করবে ।
যা আপনাকে নতুন কোন থিম বা আইডিয়া পেতে অনেক বেশি সাহায্য করবে রাতে দেখবেন ধীরে ধীরে আপনি অনেক কিছু লিখতে পারছেন ।
2.তাই বেশি বেশি জার্নাল পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন আসলে কিভাবে ব্লগিং করতে হয় ।
3.কি বিষয় নিয়ে আপনি লিখতে চাচ্ছেন দয়া করে তা আপনার নোটপ্যাড এ লিখে রাখুন পরবর্তীতে আপনার সেটা অনেক কাজে দেবে।
4 আপনি যেহেতু অনলাইনে ব্লগিং করার সিদ্ধান্ত নিয়েছেন তাই আপনাকে অবশ্যই একটি ওয়েবসাইট তৈরি করতে হবে ভয় নেই আপনার কাছে যদি টাকা না থাকে তবে আপনি ফ্রিতে ব্লগিং করতে পারবেন ।পরে আপনি ডোমেইন হোস্টিং ক্রয় করতে পারেন ।
কারণ প্রফেশনালি ব্লগিং করতে গেলে নিজস্ব ডোমেইন এবং হোস্টিং সার্ভার খুব বেশি কাজে দেয়।আমি এক্ষেত্রে বাংলাদেশের ওয়েবসাইট হোস্টসেবা এবং ওয়েবহোস্ট বিডি কে রিকমেন্ড করব ।
ইচ্চছে করলে তাদের ওয়েবসাইটে গিয়েও আপনি ডোমেইন ও হোস্টিং ক্রয় করতে পারেন।
Final Words-
আজকের Earn money blogging from bangladesh আর্টিকেল টি এখানে শেষ করব ।পরের পর্বে আসব আপনাদের নতুন কোন আর্টিকেল নিয়ে তাই বেশী বেশী আমার আর্টিকেল টি শেয়ার করুন ।আর আমার পেজে কমেন্ট করতে ভুলবেন না।আপনাদের কমেন্ট আমাকে লেখার আনুপ্রেরনা দেয় তাই জানাতে পারেন কোন আর্টিকেল টি আপনারা চান ।
পরবর্তী আর্টিকেল পাওয়ার আপেক্ষায় আপনাদের রাখলাম আশা করি পরের আর্টিকেলটি এক্সসাইটিং হবে।