এস ই ও কি -Free SEO Courses in Bangla

what is seo  আজকের  seo bangla tutorial আর্টিকেলে আপনাদের  search engine optimization  বা  seo সম্পর্কে পুরোপুরি  বেসিক ধারনা দেব ।



আপনারা এই free seo courses পড়ে এস ই ও করা শিখে যাবেন এবং সেটা একদম ফ্রি।

What is seo  বা এস ই ও কি 

কোন ওয়েবসাইট  বা ব্লগকে কে সার্চ ইঞ্জিনে রেংকিং করতে গেলে যে বিশেষ বিষয়টির উপর খেয়াল রাখতে হয় তা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সহজে যাকে  আমরা এস ও বলি এটি এমন একটি পদ্ধতি যা দ্বারা কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করে আপনার ওয়েবসাইটকে কাস্টমাইজ করা হয় এবং পরবর্তীতে এটি বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন যেমন গুগল,ইয়াহু, বিং এবং অন্যান্য সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনের রেংকিং করা হয় ।যা আপনার বিজনেস কে ক্সপান্ড করতে বা সাফল্যের শিখরে নিয়ে যেতে সাহায্য করে

এস ই বা ইঞ্জিন অপটিমাইজেশন ছাড়া কখনো কোন ওয়েবসাইটকে সহজে রেঙ্কিং  করা যায় না আপনার ওয়েবসাইটে  যদি ভালো  সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা থাকে তবে আপনি আপনার ওয়েবসাইটকে খুব সহজেই রেংকিং করে সেখান থেকে প্রচুর পরিমাণে ভিজিটর আনতে পারবেন আপনার বিজনেসকে উন্নত করতে এস ই ও অনেক বেশি সহায়তা করবে

তাই আজকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এবং এর বিভিন্ন Basic  সম্পর্কে জানব সুতরাং আমাদের এই Tutorial টি  খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে  পড়ার জন্য অনুরোধ করছিপুরোপুরি আর্টিকেলটি করতে পারলে আপনাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর বেসিক আইডিয়া হয়ে যাবে এবং আপনারা অনেকটাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে বুঝে যাবেন...

তাহলে চলুন শুরু করি

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি

প্রকৃত অর্থে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সার্চ ইঞ্জিনগুলো  থেকে ওয়েবসাইটের জন্য ভিজিটর আনা হয় এবং সেটা সম্পূর্ণ ফ্রি প্রক্রিয়ার মাধ্যমে সার্চ ইঞ্জিন থেকে  যে ট্রাফিক গুলো পাওয়া যায় সেগুলো সম্পূর্ণরূপে ফ্রি ট্রাফিক হয়ে থাকে আপনি যদি সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক না পান তবে আপনার ওয়েবসাইটে বা ব্লগ সাইটে  সাফল্য অনেকাংশে কমে যাবে

আপনার সাইটটিকে যদি আপনি এফিলিয়েট মার্কেটিং জাতীয় কিছু চালু করেন বা কোন প্রোডাক্ট বিক্রয় করেন তবে অবশ্যই আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আপনার ওয়েবসাইটকে ওয়েবসাইট থেকে ট্রাফিক নিয়ে আসতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ছাড়া একটি ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক আনার বিষয়টা নিতান্তই অবান্তর ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক আসবে সেখানে প্রোডাক্ট বিক্রয় কিংবা সেবা প্রদানের হার অর্থাৎ আয় বাড়ার সম্ভাবনা কত বেশি হবে

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেন

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেন জরুরি একটু ভাবুন তো আপনি একটা জিনিস খুজছেন। কিন্তু সেটা পাওয়ার জন্য আপনি কোন দিক নির্দেশনা পাচ্ছেন না কোথায় খুঁজবেন ?কিভাবে করবেন জানেন না কিন্তু সার্চ ইঞ্জিন আসার পর থেকে আপনি সেখানে যায় খুজছেন তাই পেয়ে যাচ্ছেন এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা সুবিধা সার্চ ইঞ্জিন ইন্টারনেট ব্যবহার অনেক সহজ করে দিয়েছেন

কোন কিছু সার্চ ইঞ্জিনের সার্চ করে খুজতে  অনেক সহজ হয় ফলে এতে করে জীবন যাত্রার মান সহজ হয়ে গেছে মনে করুন আপনি ইউ এস এর একটি হোটেল খুজছেন । হয়তো আপনি সেখানে ট্রাভেলিং করবেন কিন্তু আপনি জানেন না এই হোটেলটির বিস্তারিত আপনি কোথায় পাবেন এবং সেটার মূল্য কত  নিশ্চয়ই আপনি এমন কিছু সাহায্য নেবেন যা দ্বারা আপনি সহজেই ইনফরমেশন গুলো পেতে পারেন

সার্চ ইঞ্জিন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে খুব সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজে পাবেন সেটা হতে পারে হোটেল হতে পারে রেস্টুরেন্ট হতে পারে কোন বাড়ি হতে পারে কোন ল-ইয়ার হতে পারে যেকোনো কিছু কাজে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি না থাকতো তবে হয়তো আপনি কখোনোই এটা খুঁজে পেতেন  না খুজলে আপনাকে অনেক কষ্ট করতে হত

সময়ের প্রেক্ষাপটে যে কোন প্রতিষ্ঠানের অথবা পৃথিবীর ধারণা দিনের দিন বন্ধ হচ্ছে সাথে সাথে পাল্টে যাচ্ছে বিজ্ঞাপনের পদ্ধতি গুলো এখন বেশিরভাগ কোম্পানি অনলাইন ভিত্তিক মার্কেটিং এর চিন্তা করছে আর কোম্পানিগুলোর নির্দিষ্ট পেজ ব্যাংকিং এর জন্য একটি ওয়েবসাইট  দরকার হয়

স্বাভাবিকভাবেই এক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর নামটি  চলে আসে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে একটি সাইটের পর্যবেক্ষণের ভিত্তিতে আজ পুরো পৃথিবীর বহু নামিদামি প্রতিষ্ঠানের ব্যবসা সাফল্য পেয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ছাড়া কোন ওয়েবসাইটের মার্কেটিং এ সফলতা পাওয়া সম্ভব না ।

আসুন আসুন জানি ইন্টারনেট মার্কেটিং এর ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কতটা গুরুত্বপূর্ণ এবং এর ব্যবহারের সুবিধা কি

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এস ই ও ব্যবহারের সুবিধা

কৌশল হিসেবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও ব্যবহার করা করার সুবিধা অনেক নিচে কিছু সুবিধা তুলে ধরা হলো.

১।যেহেতু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার ওয়েবসাইটকে এমনভাবে তৈরি করে যার ফলে আপনি দীর্ঘস্থায়ী গ্রাহক তৈরি করতে পারেন এবং কৌশল  হিসেবেও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেক সাশ্রয়ী এবং সহজে ব্যবহারযোগ্য

২।সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার ফলে আপনার ওয়েব সাইটে যে ট্রাফিক বা ভিজিটর গুলো আসবে তারা সবাই অর্গানিক হবে অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের জন্যে টার্গেটেড ভিজিটর পাবেন যা অন্যান্য কৌশলে পাওয়া  প্রায় অসম্ভব

আপনার যদি এস ই ও ভালোভাবে জানা থাকে তাহলে আপনি আপনার নিজের ওয়েবসাইটটি নিজেই এসইও অপটিমাইজড করে নিতে পারবেন এমনকি আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করে অনেক বৈদেশিক মুদ্রা আয় করতে পারেন।পৃথিবীতে এস ই ও কে একটা উচুমানের অয়েবমাস্টার কৌশল হিসেবে ধরা হয় ।আর এর চাহিদা ও আকাশচুম্বী ।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর প্রকারভেদ

গঠনমূলকভাবে এস ই ও সাধারণ তো দুই প্রকার হয়ে থাকে

1.  অন পেজ অপটিমাইজেশন
2.  অফ পেজ অপটিমাইজেশন

এখন বিস্তারিতভাবে আমরা অন পেজ এবং অফ পেজ অপটিমাইজেশন সম্পর্কে জানব

অনপেজ অপটিমাইজেশন

অন পেজ অপটিমাইজেশন হলো আপনার ওয়েবসাইটের ইন্টারনেল সেটিংস কে কাস্টমাইজ করে এসইও প্রসেস করাঅর্থাৎ আপনার ওয়েবসাইটের মধ্যে সেটিংস অপশন কে ব্যবহার করে ওয়েবসাইটের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন,  কী ওয়ার্ড, হেডিং ট্যাগ সাইট ম্যাপ ও কী-ওয়ার্ড ডেন্সিটি সেট আপ করা হয় যার ফলে আপনার ওয়েবসাইটটি প্রাথমিকভাবে সার্চ ইঞ্জিন এর জন্য উপযুক্ত হয়।সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের 70% কাজ সাধারণত অন পেজ অপটিমাইজেশন করা হয়ে থাকেভালোভাবে অন পেজ অপটিমাইজেশন সেটিং করতে পারলে আপনার ওয়েবসাইটটি অরগ্যানিক ভাবে সার্চ ইঞ্জিন গুলোতে বিশেষ করে গুগোলে প্রথম ১০ নম্বর পেজে আসা  সম্ভব

Off-page অপটিমাইজেশন

অফ পেজ অপটিমাইজেশন বলতে আমরা সাধারণত এক্সটার্নাল অপ্টিমাইজেশান কে বুঝি অফ পেজ অপটিমাইজেশন কে আমরা লিঙ্কবিল্ডিং  করা ও বলে থাকি ।বন্ধু হতে নাও পারে আপনার একটা ওয়েবসাইট কে আপনার কি বোর্ডের সাথে সম্পর্কযুক্ত কোন নিসের সাথে  লিঙ্কবিল্ডিং করা অফপেজ  অপটিমাইজেশনের অন্যতম কাজ

এই অপটিমাইজেশন আপনার ওয়েবসাইটের ভিজিটর এবং রাঙ্কিং  বাড়াতে অত্যাধিক সহযোগিতা করে
প্রতিদিন শুধু অফ পেজ অপটিমাইজেশন করে আপনার ওয়েবসাইটের জন্যে আপনি প্রচুর ভিজিটর আনতে পারেন
অফ পেজ অপটিমাইজেশন এর ভিতর যে বিষয়গুলো সম্পর্কযুক্ত তা হচ্ছে

1 সোশ্যাল মিডিয়া মার্কেটিং

2 ডিরেক্টরি সাবমিশন

 3 সোশ্যাল বুকমার্কিং

4 আর্টিকেল সাবমিশন

 5 ফোরাম পোস্টিং

6 ভিডিও মার্কেটিং 

গেস্ট পোস্টিং

বি দ্র- অফ পেজ অপটিমাইজেশন সম্পর্কে বিস্তারিত জানতে আমার লেখা অফ পেজ অপটিমাইজেশন বেসিক পোস্টটি খুব শীগ্রই আসছে ।

শেষ কথা

আশা করি আমার এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি  এই আর্টিকেলটি পড়ে আপনাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এস ও সম্পর্কে বিস্তারিত ধারনা হয়েছে সত্যি বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ছাড়া কোন ওয়েবসাইট কখনো সফল হতে পারে না

আপনার ওয়েবসাইটে সত্যিকারের ভিজিটর আনতে গেলে অবশ্যই আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ এবং ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতে হবে তাহলে আপনি আপনার কাঙ্খিত ভিজিটর আপনার ওয়েবসাইটে আনতে সক্ষম হবেন

আমার পরবর্তী প্রতিটি পোস্ট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারেন বা  ব্লগে কমেন্ট করতে  একদম ভুলবেন না  

ভালো থাকবেন ধন্যবাদ


Previous
Next Post »