Create a Blogger Blog in Bangla | ব্লগিং করে আয় করুন



Create  a Blogger Blog in Bangla এ BanglaTutorial টিতে আমি দেখাবো   Blogger Blogs বানানোর সঠিক নিয়ম কানুন ।আশা করি আপনারা  টিউটোরিয়ালটি  শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়বেন ।

Create  a Blogger Blog in Bangla
Create  a Blogger Blog in Bangla

Create  a Blogger Blog in Bangla 

ইন্টারনেট ব্যবহারকারী বাড়ার সাথে সাথে ওয়েবসাইট এর চাহিদা দিন দিনবেড়েই চলেছে।ছোট কিংবা বড় সকল প্রতিষ্ঠানে এখন ডিজিটাল ট্রেন্ডটাকে কাজে লাগিয়ে অনলাইনে তাদের ব্যবসায়ী
সম্পর্ক গড়ে তুলছে এবং আর ব্যবসায় লাভবান হচ্ছে।

বড় কোম্পানির ওয়েবসাইটগুলো বড় ডেভেলপার এবং প্রচুর  অর্থ খরচ করে তৈরি করা হয়  ।কিন্তু আপনার যদি একটি ওয়েবসাইট তৈরি করে ব্যবসা করার ইচ্ছে হয়।

তাহলে আপনি খুব সহজেই ফ্রী ব্লগার ক্রিয়েট করে তা করতে পারেন।আর তাতে আপনার কোন খরচ লাগবে না।

Create  a Blogger Blog in Bangla 

ব্লগার কি

যারা একদম নতুন তাদের জন্য গুগলের তৈরি করা একটি ফ্রি ওয়েবসাইট বিল্ডিং প্ল্যাটফর্ম  হলো ব্লগার  ।

গুগল নতুন ওয়েব ডেভেলপারদের জন্য ব্লগারের প্লাটফর্ম তৈরি করে ফ্রিতে খুব সহজে ওয়েবসাইটকিভাবে তৈরি করা যায় তার সুযোগ করে দিয়েছেএই ফ্রি ব্লগার ফর্মটি কে ব্যবহার করে খুব সহজেই একটি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। যার মধ্যে থাকবে এইচটিএমএল,সিএসএস,
জাভাস্ক্রিপ্ট,জেকোয়েরি এর মত প্রজেক্ট।

এটাকে একটি ফ্রি ওয়েবসাইট বিল্ডিং এডিটর ও বলা চলে।আপনি যদি ওয়েব বিল্ডিং ক্যারিয়ারে একদম নতুন হন তাহলে ব্লগার হতে পারে আপনারজন্য বেস্ট চয়েস।

ধরুন আপনি যে কোন বিষয়ে লিখতে পছন্দ করেন ।সেটা  হতে পারে কবিতা, হতে পারে উপন্যাস,হতে পারে কোন রিপোর্ট,হতে পারে কোন আর্টিকেল। যাই আপনি লেখেন না কেন সেটি যখন কোন ওয়েব প্লাটফর্মে করবেন তাকেই ব্লগিং বলে।


Create Blogger Blogs in Bangla For Free 

Step 1    Create New Gmail Account before start Blogger

এখন ফ্রী ব্লগার খোলার আগে একটি জিমেইল অ্যাকাউন্ট নতুন করে খুলে নিন।কারণ নতুন
অ্যাকাউন্ট খুললে আপনি আপনার এই ব্লগের সমস্ত কাজ এই জিমেইল ব্যবহার করে করতে পারবেন।

Step 2    Start Blogger Platform

জিমেইল একাউন্ট খোলা হয়ে গেলে আপনার এড্রেস বারে লিখুন blogger.com আর যে সাইটটি
ওপেন হবে তা দেখতে নিচের চিত্রের মত হবে।

Step 3    Create blogger blog

টাইটেল ঘরে আপনার পছন্দমত একটি টাইটেল দিন আর অ্যাড্রেস বার এ আপনার পছন্দমত ওয়েবএড্রেসটি লিখুন এবং দেখুন সেটা অ্যাভেলেবল কিনা যদি এভেলেবেল হয় তারপর  একটি থিম সিলেক্ট করুন ।

Step 4   Finalize Your Blog

এরপর Create a blog  এ ক্লিক করুন।সাথে সাথে তৈরী হয়ে গেল আপনার প্রথম ব্লগ সাইট একদম ফ্রিতে ।

Step 5    Checks Your New Created Blog

আপনি ব্লগারের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন ।সেখান থেকে বাম দিক থেকে ভিউ ব্লগ এ ক্লিক করে ভিজিট করুন। অর্থাৎ এইমাত্র আপনি একটি ফ্রি ব্লগ সাইট তৈরি করলেন ।

Step 6    Visit new Blog

সবকিছু ঠিকমত হলে আপনি এরকম একটি ওয়েবসাইট দেখতে পারবেন।

Step 7    Development Area Of Your New Blog

আমাদের তৈরীকৃত ব্লগ টি একদম অগোছালো অবস্থায় আছে। অর্থাৎ আমরা আমাদের ডিফল্ট ওয়েবসাইটটি তৈরি করলাম ঠিকি  কিন্তু তা দেখতে খুব একটা ইউজার ফ্রেন্ডলী না ।পরবর্তী টিউটোরিয়ালে আমরা ওয়েবসাইটকে বিভিন্নভাবে  কাস্টমাইজ করব এবং আমাদের জন্য নতুন একটি টেম্পলেট ইনস্টল করেআমাদের ওয়েবসাইটটিকে সুন্দর  দর্শনীয় 
করব।

Final Word 

আশা করছি এই টিউটোরিয়াল দ্বারা আপনারা একটি সুন্দর ফ্রি ব্লগ ওয়েবসাইট তৈরি করলেনএখন পরবর্তী টিউটিরিয়াল গুলোতে আমরা ব্লগার নিয়ে কিভাবে একটি সুন্দর ডিজাইন করেসুন্দর ওয়েবসাইট তৈরি করতে হয় তা স্টেপ বাই স্টেপ দেখব।ততক্ষণ এর জন্য সবাই ভাল থাকুন।

সুস্থ থাকুন

Also Read  This -


Previous
Next Post »